০১. সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ সকল সরকারী সুফল ভোগীগণের নাম এবং বিভিন্ন দপ্তরের সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন মূলক প্রকল্প সমূহের তালিকা ওয়েব পোর্টালে অন্তভুক্ত/আপলোড করা হয়েছে।
০২. ২০১৬ সালে শুরু হওয়া ই-মোবাইল কোর্টের মাধ্যমে মামলা নিষ্পত্তির হার শতভাগ।
০৩. সাম্প্রতিক কালে 68টি বাল্যবিবাহ রোধ করা হয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধ Apps প্রস্তুত করা হয়েছে ও ট্যাবের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাব বিতরণ করা হয়েছে।
০৪. একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
০৫. অত্র উপজেলায় বসবাসরত হরিজন সম্প্রদায় যারা ভাসমান জনগোষ্ঠি ছিল এবং কোন নির্দিষ্ট আবাস্থল ছিলনা তাদের ১১টি পরিবারের মধ্য গুনাইগাছা ইউনিয়নের বড়শালিখা মৌজায় (অর্পিত ক) ৪৪ শতক সম্পত্তিতে ‘‘হরিজন পল্লী’’ স্থাপন করা হয়েছে।
০৬. উপজেলার হাটবাজার সমূহের মধ্যে দৃশ্যমান স্থানে টোল চার্ট স্থাপন করা হয়েছে।
০৭. উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিস এ কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, এবং সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ক্যামেরা, ফটোকপিয়ার মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেটিংসহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হয়েছে।
০৮. মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে ২০১৭-১৮ অর্থ বছরে ৮৯টি পরিবার এবং ২০১৮-১৯ অর্থ বছরে ১২৭টি গৃহহীন পরিবারের বাসস্থান কার্যক্রম বাস্তবায়ন। এবং দূর্যোগ সহনীয় ২৩ টি ঘরের কাজ চলমান।
০৯. ভিক্ষুকমুক্তকরণে সকলের সম্পৃক্ততায় ৩২জন ভিক্ষুককে সহায়তা প্রদানসহ পূণর্বাসন কার্যক্রম চলমান।
১০. মূলগ্রাম,হরিপুর,ছাইকোলা, নিমাইচড়া ও গুনাইগাছা ইউনিয়নে ডিজিটাল ইউপি হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। এত সাধারন জনগন মোবাইলের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স পরিশোধ করতে পারছে।
১১. উপজেলা পরিষদকে ওয়াই-ফাই এর আওতায় আনা হয়েছে।
১২. বায়োমেট্রিক এটেন্ডেন্স স্থাপন করে কর্মকর্তা কর্মচারীসহ সকলের হাজিরা নিয়মিত করা হয়েছে।
১৩. সি.সি ক্যামেরা স্থাপন করে উপজেলা পরিষদকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে।
১৪. সুদৃশ্য ভাবে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে।
১৫. পরিষদের অভ্যন্তরে দেয়ালে বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান সহ আলপনা আঁকা হয়েছে। সরকারি অনলাইন সেবার হটলাইন সুবিধা অবহিত করা হয়েছে।
১৬. ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে ডাক ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করার কার্যক্রম চলমান।
১৭. মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক মুক্ত, ভেজাল মুক্তকরন ও ভোক্ত অধিকার আইন প্রতিষ্ঠা করা।
১৮. সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে।
১৯. ভূমি ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ডিজিটাল সেবার মাধ্যমে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিতকরণ।
২০. সিটিজেন চেয়ার স্থাপন করা।
২১. প্রতিবন্ধীদের জন্য চেয়ার স্থাপন করা হয়েছে।
২২. প্রমথ চৌধুরীর স্মৃতি পাঠাগারে বই সমৃদ্ধ করা হয়েছে এবং পাঠকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
২৩. হান্ডিয়াল রোডে বওসা ব্রীজের পার্শ্বে পর্যটকদের সুবিধাদি বৃদ্ধি কাজ চলমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS