চাটমোহর উপজেলার জনসাধারণ বাংলা ভাষায় কথা বলে। এ উপজেলার আদিবাসী সম্প্রদায় নিজেদের মধ্যে যখন কথা বলে তখন নিজেস্ব ভাষায় কথা বলেন। উপজেলার সাধারণ অধিবাসীদের প্রধান খাবার ভাত ও মাছ। তবে বর্তমানে মাছের পরিমাণ কমে যাওয়ায় এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ লোকজন সব্জি ও ডাল খেতে অভ্যস্ত হয়ে পড়েছে। উচ্চ বৃত্ত লোকেরা পরোটা, পাউরুটি, মাখন, ডিম, সব্জি দিয়ে সকালের নাস্তা করেন। দুপুরে ও রাতে ভাত, সব্জি, মাছ, মাংস ও ডাল খান। মাঝে মধ্যে ভাতের পরিবর্তে পোলাও/ বিরিয়ানী খেয়ে থাকেন। উচ্চ বৃত্তদের চাহিদা মোতাবেক খাবার হোটেল গড়ে উঠেছে। নিম্ন আয়ের লোকেরা সকালে পান্তা ভাত, মুড়ি, চিড়া ইত্যাদি খান। নিম্ন আয়ের লোকেরা দুপুরে ও রাতে ভাত, সব্জি ও ডাল/খিচুড়ী খান। চা পানের অভ্যাস লোকজনের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।গ্রামে গঞ্জে চায়ের স্টল গড়ে উঠেছে।রিক্সা চালক, দিনমজুর সবাই চা পানে অভ্যস্ত হয়ে উঠছে। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে লোকজন বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, খৈ, তৈরী করে থাকেন। কিছু সংখ্যক হিন্দু ভেজিটেরিয়ান, তারা মাছ-মাংস খান না।
দেশের অন্যান্য এলাকার লোকজনের পরিধেয় বস্ত্রের সাথে এ এলাকার মানুষের পোষাক পরিচ্ছদে মিল দেখা যায়। সাধারণতঃ বাড়িতে পুরুষরা লুঙ্গি, গেঞ্জি এবং মহিলারা শাড়ি, পেটিকোট, ব্লাউস এবং মেক্সি পরিধান করেন। শিক্ষিত পুরুষরা বাড়ির বাইরে প্যান্ট, শার্ট এবং পাঞ্জাবী পড়েন, কেহ কেহ শীতকালে স্যুট, টাই এবং জুতা পড়েন। পুরুষ এবং মহিলা উভয়েই পায়ে স্যান্ডেল পড়েন। খুব গরীব লোকেরা খালি পায়ে চলাফেরা করেন। সকল সম্প্রদায়ের মহিলারা সাধারণতঃ শাড়ী, সালোয়ার ও কামিজ পড়েন তবে বিবাহিতা হিন্দু মহিলারা পড়েন শাড়ী এবং হাতে শাখা। কিছু মুসলিম মহিলারা বোরকা পড়েন। বালকেরা সাধারণতঃ হাফপ্যান্ট, শার্ট, টি-শার্ট এবং বালিকারা ফ্রক এবং হাফপ্যান্ট পড়েন। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মহিলারা স্বর্ণের / রূপার তৈরী গহণা পড়েন। আদিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব পোশাক ও গহনা পরিধান করে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS