Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Chalonbiler Alo
Editor
MD. RAFIQUL ISLAM RONY
Address

হান্ডিয়ার বাজার,
উপজেলা- চাটমোহর, জেলা- পাবনা।

Phone
০১৭১৩-৫৮২৪০৬
History

জন্ম কথা / সূচনা
---------------------
দেশ,মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই শ্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে একটি সমৃদ্ধ আধুনিক দেশ গড়ার স্বপ্ন নিয়েই পত্রিকাটি যাত্রা শুরু করে। পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিলের আলো। ইংরেজি ২০১০ সালের ১৪ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষের দিন রৌদ্র ঝলমল সোনালী সকালে আশা আকাঙ্খার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা। সেই থেকে সূচনা।
পত্রিকাটি সাপ্তাহিক হওয়ায় প্রতিদিন সাংবাদিকদের অবাধ তথ্য ও পাঠকের চাহিদা পুরনের লক্ষে গত ২০১৭ ইং সালে করা হয়েছে অনলাই ভার্সন ”চলনবিলের আলো ডটকম” ((www.chalonbileralo.com)।
চলনবিলের আলো একটি স্বাধীন গণতন্ত্র, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র। চলনবিলের আলো সংবাদপত্রের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং স্বাধীনতা ও গণতন্ত্র শক্তিশালী করা। দেশে উন্নয়ন, সাফল্যের কথা, অনিয়ম, দুর্নীতি ও অপরাধ চিত্র তুলে ধরা সহ বিশ্বের বুকে ঐতিহ্যবাহী চাটমোহর তথা চলনবিলকে ঠাই করে দিতে সংবাদপত্রটি প্রকাশ করেন সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি।