Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চাটমোহর শাহী মসজিদ
বিস্তারিত

 

একটি প্রাচীন নিদর্শন পাবনার চাটমোহর উপজেলা সদরে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ‘মাসুম খাঁর মসজিদ’ চার শতাধিক বছর পূর্বে নির্মিত মাসুম খাঁ কাবলীর মসজিদটি কালের সাক্ষী হয়ে রয়েছে চাটমোহর উপজেলা পরিষদের পশ্চিমে। অধ্যক্ষ আব্দুল হামিদ টিকে’র চলনবিলের ইতিকথা গ্রন্থ থেকে জানা যায়, সম্রাট আকবরের শাসনামলে সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তারই সহোদর খাঁন মোহাম্মদ কাকশাল কর্তৃক ১৫৮১ খ্রিষ্টাব্দে চাটমোহরে মাসুম খাঁর মসজিদটি নির্মিত হয়েছিল। এর আয়তন ৪৫ ফুট দীর্ঘ ২২ ফুট ৬ ইঞ্চি চওড়া এবং ৪৫ ফুট উচ্চতা বিশিষ্ট মাসুম খাঁ কাবলীর মসজিদটি আজও মুসলমানরা সৃষ্টিকর্তার দরবারে তাদের ফরিয়াদ জানিয়ে আসছে। ক্ষুদ্র পাতলা জাফরী ইটে মসজিদটি নির্মিত। এর দেলায় ৬ ফুট ৯ ইঞ্চি প্রশস্ত। দেয়ালের গায়ে প্রাচীন ভাস্কর্য শিল্পের নিদর্শন এখনো দেখা যায়, চারশ’ ২৩ বছর পূর্বে নির্মিত এ মসজিদটির তিনটি গম্বুজ ও ছাদ প্রায় ধ্বংস হয়ে পড়েছিল। কয়েক বছর আগে সেটা সংস্কার করা হয়েছে।