Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

চাটমোহর উপজেলার পটভূমি

চাটমোহর উপজেলা পাবনা জেলার প্রাচীনতম উপজেলার মধ্যে একটি। চাটমোহর থানা হিসেবে ইহা প্রতিষ্ঠা লাভ করে ৫ ডিসেম্বর, ১৯০৯ তারিখে। থানা উন্নয়ন সার্কেলে রুপান্তরিত হয় ১৯৬০ সালে এবং ১৫ ডিসেম্বর, ১৯৮২ তারিখে আপগ্রেড থানা (উপজেলা) হিসেবে এটি ঘোষিত হয়। উপজেলাটি ঐতিহ্যবাহী চলন বিল অধ্যূষিত এবং বড়াল নদীর দক্ষিণ পার্শ্বে ইহা অবস্থিত। কথিত আছে যে, খ্রীষ্টিয় পঞ্চদশ শতাব্দীতে এখানে সোনার মোহর বেচা-কেনা হতো। সে সময় এখানে ডাকতাদের উৎপাৎ ছিল। ডাকাতদের উৎপাৎ থেকে রক্ষা পাওয়ার জন্য সোনার মোহর বিক্রেতাগণ চটের ব্যাগে করে মোহর নিয়ে এসে বিক্রি করতো। এ কারণে এখানকার নামকরণ হয়েছে চাটমোহর। এ উপজেলার মানুষ পরমতসহিষ্ণু মনোভাবাপন্ন, অতিথি পরায়ণ এবং এখানে রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান।

 

এ উপজেলা মোট আয়তন ৩১০ বর্গ কিলোমিটার এবং ২০০১ সনের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ২,৪১,৩২৩ জন। উপজেলায় পৌরসভা ১টি ও ইউনিয়নের সংখ্যা ১১টি। ইউনিয়নগুলো হচ্ছে- বিলচলন, মথুরাপুর, গুনাইগাছা, হরিপুর, মূলগ্রাম, ডিবিগ্রাম, পার্শ্বডাঙ্গা, ফৈলজানা, হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়া। এ উপজেলার প্রধান ফসল ধান, পাট, খেসারী, তিল ও মরিচ। রেলপথ, নদী পথ ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় পাবনা জেলার ৯টি উপজেলার মধ্যে চাটমোহর উপজেলা ব্যবসা প্রসিদ্ধ উল্লেখযোগ্য একটি উপজেলা।

 

১৯৮২ সাল থেকে এ পর্যন্ত ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ উপজেলায় কর্মরত ছিলেন। মাঠ পর্যায়ে কেন্দ্রীয় সরকারের গৃহীত কর্মসূচী সফল বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উপজেলা প্রশাসন একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে সর্বজনস্বীকৃত। একটি কল্যাণমূখী রাষ্ট্রের দারিদ্র বিমোচন, গৃহীত প্রকল্প/কর্মসূচীর বাস্তবায়ন, সাধারণ প্রশাসনিক কার্যক্রম নিস্পন্নকরণ সহ উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ সামাজিক আন্দোলনমূলক কর্মসূচীর (নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার রোধকরণ, মাদক বিরোধী আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে জনমত গঠন, ভেজাল খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের গুণগত উৎকর্ষ নিশ্চিতকরণ, পোনা মাছ নিধন রোধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি) সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বস্তরের জনমনে সমাদৃত একটি প্রতিষ্ঠান।