Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাখাসমূহ ও কার্যবলী

 

১।সংস্থাপন শাখা

 কর্মকর্তা/কমর্চারীর নিয়োগ,বদলী,পদোন্নতি,প্রশাসনিক সিদ্ধান্ত, অফিস আদেশ ইত্যাদি।

   

 

২।গোপনীয় শাখা

পাক্ষিক গোপনীয় প্রতিবেদন, আইন-শৃঙ্খলা, পাবলিক পরীক্ষাসহ সংরক্ষিত বিষয়ের কাজ।

৩। হিসাব শাখা

বেতন ভাতা, অফিস আনুষাংগিক, সরকারী বরাদ্দ হিসাব সংরক্ষন, অডিট আপত্তি ইত্যাদি।

 

৪। সার্টিফিকেট শাখা

              সার্টিফিকেট মামলা সংক্রান্ত,  মোবইল কোর্ট

 

৫।  উন্নয়ন শাখা

     বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি), উপজেলা উন্নয়ন তহবিল, উপজেলা রাজস্ব তহবিল পরিচালনা, বাসা ভাড়া, উপজেলা পরিষদের কর্মচারীদের বেতন ভাতা প্রদান ইত্যাদি।

 

৬।   শিক্ষা শাখা :

     শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, এম.পি.ও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তাচরীদের বেতন ভাতা প্রদান, পাবলিক পরীক্ষা পরিচালনা, ক্রীড়া ও সাংস্কৃতি ইত্যাদি।

 

৭।   স্থানীয় সরকার শাখা :

     স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ( জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ), গ্রাম পুলিশদের বেতন ও পোষাক সরবরাহ, গ্রাম পুলিশ নিয়োগ, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা প্রদান, এল.জি.এস.পি প্রকল্প বাস্তবায়ন, ১% ভূমি হস্তান্তর করের অর্থ বিভাজন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা ইত্যাদি।

 

৮।   বিবিধ শাখা :

     সংসদ সদস্য মহোদয়ের অনুদান, ধমীর্য় প্রতিষ্টানের অনুদান, বিভিন্ন দিবস উদযাপন ইত্যাদি।

 

৯।   পত্র গ্রহণ ও পত্র জারী শাখা :

     সরকারী পত্র ও নাগরিক আবেদন গ্রহণ, অফিসের পত্র জারী, ডাকটিকিটের হিসাব সংরক্ষণ, ডাকফাইল সংরক্ষণ ও পত্র বিতরণ ইত্যাদি।